বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুলিশের মাস্কেট্রি অনুশীলনের গুলিতে যুবক আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
আহত বাবু
expand
আহত বাবু

চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা বাবু নামের এক যুবক পুলিশের মাস্কেট্রি অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় পুলিশের ফায়ারিং অনুশীলন চলাকালে একটি গুলি এসে বাবুর বুকে লাগে বলে স্থানীয়রা জানান।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক রোগীকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটলো তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X