

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, দলটির সামনে যে সুযোগ তৈরি হয়েছে, তা আবার নাও আসতে পারে।
তিনি দাবি করেন, দুর্নীতির অর্থ বাদ দিলে বাইরের দেশ—বিশেষ করে পাশের রাষ্ট্র ভারত—থেকে অর্থ ও অস্ত্র দেশে প্রবাহিত হওয়ার পথ তৈরি হবে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে স্থানীয় পর্যায়ের নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
বক্তব্যে তিনি মত দেন, নির্বাচনে অংশ নিতে হলে শুধু জনগণের ওপর নির্ভর করলে চলবে না।
স্থানীয় পর্যায়ে যাঁরা প্রশাসনে আছেন, তাদের দলীয় প্রভাবের আওতায় নিয়ে আসার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
তাঁর ভাষ্যে- প্রশাসনের কর্মকর্তারা যেন দলীয় নির্দেশে কাজ করেন, গ্রেপ্তার–মামলা পর্যন্ত সেই নির্দেশ মেনে পরিচালনা করেন—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এক পর্যায়ে তিনি উপস্থিত এক কেন্দ্রীয় নেতার উদ্দেশে বলেন, মাঠ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজের শিক্ষক, এমনকি পুলিশ সদস্যরা পর্যন্ত দলীয় প্রতীকের পক্ষে কথা বলবে- এমন পরিবেশ তৈরি করতে হবে।
তাঁর মতে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে ইউএনও—এরা সকলে প্রার্থীর প্রতিটি কর্মসূচির খোঁজ জানবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উন্নয়ন কাজের তথ্য-উপাত্তও প্রার্থীর কাছ থেকেই সংগ্রহ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
