

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন হাফেজ মো. রমজান আলী (৪২) নামে এক ব্যবসায়ী। এ সময় ছিনতাইকারীরা তার পকেটে থাকা নগদ টাকা নিয়ে যায়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ভূজপুর ইউনিয়নের রাবারড্যামের পশ্চিম পাশে রঈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রমজান আলী ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপাড়ার গনি মেম্বার বাড়ির মো. হারুনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি রাবারড্যাম এলাকায় ‘কুলিং কর্নার’ নামে একটি দোকান পরিচালনা করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে আসা তিন-চারজন দুর্বৃত্ত তার পথরোধ করেন। পরে অতর্কিত গুলি ছোড়া হয়। গুলিটি তার বাম পায়ে লাগে। এরপর ছিনতাইকারীরা তার পকেট থেকে নগদ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রমজান আলীকে উদ্ধার করে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সমাজকর্মী মাওলানা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে পায়ে গুলি করে এবং টাকা ছিনিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
মন্তব্য করুন