

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে ফের দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের কাটা ধান। এবারের শিকার দৌলতপুর উত্তর পাড়ার কৃষক মো. এনাম।
গত সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে জমিতে কাটা অবস্থায় রাখা প্রায় ৮০ শতক জমির ধানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও কিছুই রক্ষা করতে পারেননি।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. এনাম বলেন, ‘দিনে কেটে জমিতে স্তূপ করে রেখে এসেছিলাম। কে বা কারা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিয়েছে, কিছুই বুঝতে পারছি না।’
এর আগে গত ১৫ নভেম্বর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে বর্গাচাষি তাপস কান্তি দে’র চারশ শতক জমির পাকা ধান একইভাবে পুড়িয়ে দেওয়া হয়। টানা দু’টি ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
এলাকাবাসী জানায়, ধান কাটার মৌসুমে এমন ঘটনা কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন