শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাইজভাণ্ডারী তরিকার মূল নির্যাস মানবকল্যাণ: কাদের গনি চৌধুরী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
expand
মাইজভাণ্ডারী তরিকার মূল নির্যাস মানবকল্যাণ: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, “মাইজভাণ্ডারী তরিকার মূল নির্যাস মানবকল্যাণ। এ তরিকা মানুষকে আলোর পথ দেখায় এবং কোরআন-সুন্নাহর আলোকে পরিচালিত হয়।”

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দমদমায় গাউছিয়া গনি মঞ্জিলে অনুষ্ঠিত পীর হযরত আল্লামা শাহসুফি সৈয়দ আবদুল গনি চৌধুরী (ক.)-এর ৯১তম ওরস শরীফ উপলক্ষে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের গনি চৌধুরী আরও বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ-সংঘাত, ধর্মবিদ্বেষ, বর্ণবৈষম্য, ইসলামোফোবিয়া ও দুর্বলের ওপর সবলের অত্যাচার চরমে পৌঁছেছে। এই অশান্ত পরিস্থিতিতে হুযুর গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর মহান আদর্শ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, মানুষে-মানুষে ভ্রাতৃত্ববোধ ও সমতার শিক্ষা মাইজভাণ্ডার শরীফ শতাব্দীর পর শতাব্দী ধরে দিয়ে আসছে। তাই মাইজভাণ্ডারী দর্শনই শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার প্রধান প্রভাবক হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, আল্লাহ মানুষকে তাঁর একত্ববাদে বিশ্বাস স্থাপনের জন্যই সৃষ্টি করেছেন। যিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন না, তিনি ঈমানদার নন। মাইজভাণ্ডারী তরিকা সম্পূর্ণভাবে কোরআন-সুন্নাহর আলোকে পরিচালিত হয় এবং এর বাইরে কোনো কিছুকেই অনুমোদন করে না।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. নূরে আলম। বাংলাদেশের জনগণ, মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীনে দরবার প্রফেসর শাহসুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী।

আলোচনায় অংশ নেন ড. নিজাম উদ্দিন জামি, মাওলানা সৈয়দ মু‘তাসিম বিল্লাহ, শাহসুফি সৈয়দ মামুনুর রশিদ আমিরী, শাহসুফি শেখ শহিদুল্লাহ ফারুকী, মাওলানা কাজী খালেদুর রহমান হাশেমী, মাওলানা সৈয়দ সালাউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়ব, অধ্যক্ষ নুরুল ইসলাম, মাওলানা আবুল বশর মাইজভাণ্ডারী, মাওলানা সৈয়দ বশিরুল আলম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা আলী আজম রেজভি, মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক, মাওলানা নজরুল ইসলাম আশরাফি, মাওলানা কে.এম. জহির উদ্দিন, মাওলানা কাজী সেলিম উদ্দীন, মাওলানা ইকরাম উদ্দিন, হাফেজ মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ মোতাহের হোসেনসহ আরও অনেকে।

এই সেমিনার ছিল ৯১তম ওরস শরীফের অন্যতম প্রধান ধর্মীয়-ফিকরি আয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন