

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
র্যাব-৭ জানা, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে মাদক পরিবহন করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল জোরারগঞ্জ থানাধীন বারৈয়াহাট পৌরসভার খানসিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে পৌঁছালে মাইক্রোবাসটি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়ি তল্লাশি করে পেছনের অংশে বিশেষ কায়দায় লুকানো দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
আটককৃতরা হলেন-ইয়াছিন আরাফাত (২৬), পিতা-আব্দুল খালেক, সাং-বসুদুহিতা; মো. মিঠু (২৮), পিতা-বেলাল হোসেন, সাং-বসুদুহিতা; মো. জসিম উদ্দিন (৩৯), পিতা-মো. জয়নাল আবেদীন, সাং-কৃষ্ণপুর; মো. রাজিব (২৭), পিতা-মো. ইসমাইল হোসেন, সাং-লতিবপুর; মো. শুভ (২৪), পিতা-মো. অজিউল্লাহ, সাং-দেওপাড়া; সর্বেই থানা চন্দ্রগঞ্জ, জেলা লক্ষ্মীপুর।
র্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত গাঁজা এবং জব্দ করা মাইক্রোবাস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন