মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
চট্টগ্রামে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
expand
চট্টগ্রামে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

র‌্যাব-৭ জানা, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে মাদক পরিবহন করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল জোরারগঞ্জ থানাধীন বারৈয়াহাট পৌরসভার খানসিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে পৌঁছালে মাইক্রোবাসটি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়ি তল্লাশি করে পেছনের অংশে বিশেষ কায়দায় লুকানো দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

আটককৃতরা হলেন-ইয়াছিন আরাফাত (২৬), পিতা-আব্দুল খালেক, সাং-বসুদুহিতা; মো. মিঠু (২৮), পিতা-বেলাল হোসেন, সাং-বসুদুহিতা; মো. জসিম উদ্দিন (৩৯), পিতা-মো. জয়নাল আবেদীন, সাং-কৃষ্ণপুর; মো. রাজিব (২৭), পিতা-মো. ইসমাইল হোসেন, সাং-লতিবপুর; মো. শুভ (২৪), পিতা-মো. অজিউল্লাহ, সাং-দেওপাড়া; সর্বেই থানা চন্দ্রগঞ্জ, জেলা লক্ষ্মীপুর।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত গাঁজা এবং জব্দ করা মাইক্রোবাস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন