

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধর্মপুর ও জাফতনগর ইউনিয়নে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। ধর্মপুর ও জাফতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রকৃত দুস্থ পরিবারগুলোকে বাছাই করে তাদের মাঝে চাল তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান, মাওলানা মাহমুদ শাহ, হাফেজ মুজিবুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, আসগর সালেহী, তারেকুল ইসলাম, মাওলানা ইয়াসিন, ইদ্রিসসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান বলেন, “এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হবে।”
চাল পেয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিনামূল্যে চাল পাওয়ায় পরিবারের বড় সহায়তা হলো।
মন্তব্য করুন
