মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ড্রেজার-বাল্কহেডে আগুন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ এএম
ড্রেজার-বাল্কহেডে আগুন
expand
ড্রেজার-বাল্কহেডে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা একটি ড্রেজার ও একটি বাল্কহেডে আগুন ধরিয়ে দিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর)দুপুর ২টার দিকে উপজেলার কুমিরা ফেরিঘাট সাগর উপকূলীয় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাগর উপকূল থেকে বালু তুলে তা বিক্রি করছে। এভাবে বেপরোয়া বালু উত্তোলনের কারণে উপকূলীয় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী জুমার নামাজের পর একত্রিত হয়ে ড্রেজার ও বাল্কহেডে আগুন দেয়।

উক্ত বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ- পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবর জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তবে কি কারনে ঘটনাটি ঘটেছে।তা তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X