

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেখ হাসিনার রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যে চাঁদপুরে সড়ক, রেল ও নৌপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে যথারীতি আন্ত:জেলা বাস, ঢাকাগামী লঞ্চ ও চট্টগ্রামের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর থেকে ছেড়ে যায়।
সকাল থেকে শহরের সকল যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ফজরের নামাজের পর শহরে গুরুত্বপূর্ণ এলাকায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদেরকে অবস্থান করতে দেখা যায়।
এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ছিল স্বাভাবিক এবং অফিস-আদালতে কোন ধরণের প্রভাব পড়েনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর কারণে মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করে।
এর আগে গতকাল সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীকে কর্মসূচি পালন করতে মাঠে নামতে দেখা যায়নি।
চাঁদপুর লঞ্চ ঘাটের মালিক প্রতিনিধি শওকত আলী বলেন, আজকে সকাল থেকে সব লঞ্চ ছেড়েগেছে। তবে যাত্রী সংখ্যা কম।
চাঁদপুর শহর জামাতের আমির এডভোকেট মো. শাহজাহান খান বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা সব সময় মাঠে আছি এবং থাকবো। যারা আগুন সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে চাঁদপুরে বের হতে দেওয়া হবে না।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, বেশ কয়েকদিন ধরেই পুলিশ খুবই সতর্ক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত চাঁদপুরের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন