সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
expand
কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১ নভেম্বর) দুপুরে সদরের বাবুরহাট বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বাবুরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করায় মায়ের দোয়া ফলের আড়ত মালিককে ২০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স মাহবুব সীড স্টোর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২৫ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আরিফুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন