সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়া কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চাঁদপুরের কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে, এবার প্রথমবার ব্যালটের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদের ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতি এবং সমাজসেবা কর্মকর্তা সাধারণ সম্পাদক পদে স্বয়ং পদাধিকার সংক্রান্ত দায়িত্ব পালন করেন। বাকি ৬টি পদে প্রার্থী নির্বাচন উপজেলা পরিষদের মিলনায়তনে ব্যালটের মাধ্যমে করা হয়।

নির্বাচনের ফলাফল: যুগ্ম-সাধারণ সম্পাদক: ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাব্বির হোসেন রিয়াদ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ ইমরান খান ৬৬ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক: ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদের জয়ী হন ওমর ফারুক সাইম, ৬৪ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন ৫৩ ভোট পেয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক: ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংবাদিক মো. আবু সাঈদ ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল আলম রিজন ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

কোষাধ্যক্ষ সম্পাদক: ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কে এম জাহাঙ্গীর হোসেন ৮৭ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফয়সাল হোসেন ৬৭ ভোট পান।

প্রচার সম্পাদক: ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইমাম হাসান সর্বোচ্চ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল রহিম ৫৬ ভোট পান।

নির্বাহী সদস্য (পুরুষ): ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইমাম হোসেন ১১০ ভোটে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া ৮৯ ভোট পান।

নির্বাহী সদস্য (মহিলা): মোসাম্মৎ ইয়াসমিন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে মোট ২৩২ জন ভোটারের মধ্যে ১৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ৩ ভোট বাতিল হয়। নির্বাচনের কয়েকদিন ধরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চান। এ কারণে ভোট কেন্দ্রে সকাল থেকেই ব্যানার ও ফেস্টুনে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন