শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি
expand
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষের পুনঃযোগদানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

আহতরা জানিয়েছেন, জুলাই মাসে অভ্যুত্থানের পর ছাত্র জনতার চাপের কারণে অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া কলেজ থেকে বিতাড়িত হন। দীর্ঘদিন পর শনিবার (২৪ মে) সকাল ৯টায় তিনি বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে কলেজে পুনরায় যোগদান করতে আসেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকদার, ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাববিজ্ঞানের শিক্ষক আবু সাইদ বিজয়ের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হট্টগোল ও মারামারিতে রূপ নেয়। এতে কলেজের শিক্ষক আবু সাঈদ বিজয়, কামরুন নাহার, শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষক আবু সাঈদ বিজয় জানান, অধ্যক্ষ যোগদানের নিয়ম কলেজ গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন হয়। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষার্থী ও সহকর্মীদের ওপর হামলা চালিয়েছেন। অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া দাবি করেছেন, উপাধ্যক্ষের অনুপস্থিতিতে পরিস্থিতি জটিল হয়েছে এবং তিনি কোনো রাজনৈতিক প্রভাব প্রয়োগ করেননি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম বলেন, কলেজের ভেতরে কোনো হট্টগোল বা মারামারি হয়নি; তবে কলেজের বাইরে সিএনজি স্ট্যান্ডে মারামারি হয়েছে শুনেছেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানিয়েছেন, সেনা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন