শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে বিএনপির ৩১ দফা প্রচারণা শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন
expand
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছে নেতাকর্মীরা।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বুধবার (২৭ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত মতলব দক্ষিণের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

বিকেল সাড়ে ৩টায় মতলব বাজারের পানির ট্যাংকি এলাকা থেকে প্রচারণা শুরু হয়। পরে তিনি মুন্সিরহাট বাজার, বরদিয়া আড়ং, মাস্টার বাজার, নলুয়া চৌরাস্তা, কাজলি মোড়, কাজির বাজার, ওয়াপদা ও আইসিডিডিআরবি এলাকায় ঘুরে স্থানীয়দের হাতে লিফলেট তুলে দেন। দিনশেষে মতলব ম্যাক্সি স্ট্যান্ডেও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে তানভীর হুদা বলেন, দেশ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভোটাধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা। তাই ঘরে ঘরে গিয়ে কর্মসূচি পৌঁছে দেওয়া হচ্ছে। এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন