শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কিত পোস্টের জেরে পদ হারালেন জামায়াত নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
হাফেজ ইলিয়াস হোসেন
expand
হাফেজ ইলিয়াস হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের বিকৃত ছবি শেয়ার করার ঘটনায় ইউনিয়ন জামায়াতের এক আমীরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা এলাকায়। পদ হারানো ওই নেতা হাফেজ ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে ইউনিয়ন জামায়াতে আমীরের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান মজুমদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সহ–আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন হাফেজ ইলিয়াস। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরবর্তীতে হাফেজ ইলিয়াস পোস্টটি মুছে ফেলে ক্ষমা প্রার্থনা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। শুক্রবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে পালিশারা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ২৫ জন আহত হন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটোয়ারী অভিযোগ করেন, জামায়াত নেতাদের হামলায় তাদের ২০ জনের বেশি কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে জামায়াতের নেতারা দাবি করেন, ইলিয়াস ক্ষমা চাইলেও বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হাফেজ ইলিয়াসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা জামায়াতের নায়েবে আমীর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন