শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাগামী লঞ্চ থেকে ৩২ মণ জাটকা জব্দ, গেল এতিমখানায়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম
উদ্ধার বিপুল পরিমাণ জাটকা বিতরণ করা হয় এতিমখানা ও দুস্থদের মাঝে
expand
উদ্ধার বিপুল পরিমাণ জাটকা বিতরণ করা হয় এতিমখানা ও দুস্থদের মাঝে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর আমিরাবাদ ও একলাশপুর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি আসা-যাওয়া-৪ এ তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০০ কেজি (৩২.৫ মণ) জাটকা মাছ জব্দ করা হয়।

জাটকা পরিবহনের অপরাধে লঞ্চটির মাস্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। পরবর্তীতে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক'সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং ইলিশ উৎপাদন বাড়াতে জাটকা নিধন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X