

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী এলডিপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজিকে কেন্দ্র করে মতলব উত্তরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা ছেংগারচর বাজারে মহিনপ্লাজায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজি।
তিনি বলেন, জোটগত ঐক্যই আগামীর রাজনীতির মূল শক্তি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, চাঁদপুর–২ আসনে দাঁড়িপাল্লা মানেই ছাতা, আর ছাতা মানেই দাঁড়িপাল্লা, এই ঐক্যের প্রতীক নিয়েই জোট বিজয়ের পথে এগিয়ে যাবে।
মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাসার দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহাবুবুর রহমান'সহ মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজিকে সাদরে গ্রহণ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় জামায়াত নেতারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ভোটের প্রার্থনা করেছেন সকলের কাছে।
সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে চাঁদপুর–২ আসনে ১০ দলীয় জোটের নির্বাচনী সমীকরণ আরও শক্তিশালী হলো।
মন্তব্য করুন
