শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর গণসংযোগ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ এএম
মতলব উত্তরে নতুন বাজারে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএম গোলাপ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন
expand
মতলব উত্তরে নতুন বাজারে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএম গোলাপ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে গণসংযোগ করছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির চাঁদপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব বিএম গোলাপ (ট্রাক প্রতীক)।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে সংসদ সদস্য পদপ্রার্থী বিএম গোলাপ বলেন, নির্বাচিত হলে তিনি মতলবকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব মতলব হিসেবে গড়ে তুলবেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনসম্পৃক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, মতলব আজ নানা সমস্যায় জর্জরিত। অবৈধ বালু উত্তোলন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির কারণে যুব সমাজ ধ্বংসের পথে। এসব অনিয়মের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ আপসহীনভাবে রুখে দাঁড়াবে।

তরুণ ভোটারদের উদ্দেশ্যে বিএম গোলাপ বলেন, এই নির্বাচন তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনের জন্য তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে। আপনার ভোটেই নির্ধারিত হবে আগামীর মতলব।

এসময় তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মতলবাসীর সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোবাস্বের আহমদে রাব্বি, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম সরকার, ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি জিএম মানিক, যুব অধিকার পরিষদ মতলব উত্তর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাশার স্বপন, গণঅধিকার পরিষদ মতলব উত্তর শাখার সংগঠক ফয়সাল সরকার এবং ১১নং পশ্চিম ফতেপুর ইউনিটের যুগ্ম সদস্য সচিব মোঃ শাহজাহানসহ স্থানীয় নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X