শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালদিয়া টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
expand
ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

লালদিয়া টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী ছাড়াও জেলার বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও সংহতি জানান।

জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে এবং সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সদস্য রিত্তিক রবিদাস, শিহাব হাসান জাকো, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন রেজাসহ অন্যান্যরা।

এছাড়া বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি সাজিদুর রহমান সাজিদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ ও জেলা সিপিবির সদস্য আসমা খানমসহ অনেকে।

বক্তারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা সম্পদ বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার কোনো বৈধতা নেই। তাঁরা এ সিদ্ধান্তকে “বিদেশি সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষার অপচেষ্টা” হিসেবে অভিহিত করে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন