

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়।
জুলুসের নেতৃত্ব দেন গাউছিয়া আলিয়া নাছের ভান্ডার দরবার শরীফের গদীনসিন পীর, আওলাদে রাসূল ও আওলাদে মাইজভান্ডারি সৈয়দ সাইফুল ইসলাম (আল-হাসানি ওয়াল-হোসাইনী)।
সকাল ৯টায় মাদলা গুচ্ছগ্রাম থেকে জুলুস যাত্রা শুরু করে। পরে কাশিরামপুর, রঘুরামপুর, বায়েক ও নয়নপুর বাজার অতিক্রম করে মাদলা গ্রামের ইয়াসিন নুরি আল কাদিরের বাগানবাড়িতে মহাসমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।
হাজারো নবীপ্রেমিক, আশেকান, মাইজভান্ডারি তরিকার অনুসারী ও বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। ধর্মীয় উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে চারপাশে সৃষ্টি হয় এক পবিত্র আবহ।
আয়োজক কমিটি জানায়, নবীপ্রেমিক আশেকান ও ভক্তদের সহযোগিতায় জুলুস সফলভাবে সম্পন্ন হয়। শেষপর্যায়ে সবার কল্যাণ ও মোহাম্মাদির জন্য বিশেষ দোয়া করা হয়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    