শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
expand
কসবায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়।

জুলুসের নেতৃত্ব দেন গাউছিয়া আলিয়া নাছের ভান্ডার দরবার শরীফের গদীনসিন পীর, আওলাদে রাসূল ও আওলাদে মাইজভান্ডারি সৈয়দ সাইফুল ইসলাম (আল-হাসানি ওয়াল-হোসাইনী)।

সকাল ৯টায় মাদলা গুচ্ছগ্রাম থেকে জুলুস যাত্রা শুরু করে। পরে কাশিরামপুর, রঘুরামপুর, বায়েক ও নয়নপুর বাজার অতিক্রম করে মাদলা গ্রামের ইয়াসিন নুরি আল কাদিরের বাগানবাড়িতে মহাসমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।

হাজারো নবীপ্রেমিক, আশেকান, মাইজভান্ডারি তরিকার অনুসারী ও বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। ধর্মীয় উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে চারপাশে সৃষ্টি হয় এক পবিত্র আবহ।

আয়োজক কমিটি জানায়, নবীপ্রেমিক আশেকান ও ভক্তদের সহযোগিতায় জুলুস সফলভাবে সম্পন্ন হয়। শেষপর্যায়ে সবার কল্যাণ ও মোহাম্মাদির জন্য বিশেষ দোয়া করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন