বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির মৃত্যুতে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
আওয়ামীলীগ কর্মী ইয়াছিন ভূঁইয়া
expand
আওয়ামীলীগ কর্মী ইয়াছিন ভূঁইয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট ও মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াছিন ভূঁইয়া নামে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করে কসবা থানা পুলিশ। আটক ইয়াছিন ভূঁইয়া (৩৪) কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, অভিযুক্ত ইয়াছিন ভূঁইয়া ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দিয়ে তাকে ‘টেরোরিস্ট’ উল্লেখ করে মন্তব্য করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কসবায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X