শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্থায়ী শ্রমিক ছাঁটাই বন্ধের প্রতিবাদে আন্দোলন

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলনে
expand
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলনে

বরিশালের বগুড়া রোড এলাকায় অপসোনিন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওএসএল ফার্মা লিমিটেডে সাম্প্রতিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের টানা আন্দোলনে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্যালাইন বিভাগে কাজ বন্ধ থাকায় প্রতিদিন বড় অংকের লোকসানে পড়েছে কর্তৃপক্ষ।

কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্যালাইন উৎপাদন বন্ধ থাকায় দৈনিক প্রায় ৬৫ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। বর্তমানে স্যালাইন বিভাগে কর্মরত প্রায় সাড়ে পাঁচ শত শ্রমিককে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে স্যালাইন উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। ভবিষ্যতে সব ধরনের উৎপাদন যান্ত্রিকীকরণের দিকে নিতে চায় কর্তৃপক্ষ; এজন্য চায়না ও জাপানের সঙ্গে আলোচনা চলছে। যন্ত্রনির্ভর উৎপাদন ব্যবস্থায় গেলে এ ধরনের আন্দোলনও কমবে।

অবরোধের কারণে বগুড়া রোড এলাকার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়সহ এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতে পারছে না।

এক অভিভাবক মোসলেহ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘দিনের পর দিন সড়ক অবরোধ করে আন্দোলন—এটা কোনো সভ্য দেশে দেখা যায় না। আমরা যেন সবাই জিম্মি হয়ে পড়েছি। আমার ছোট মেয়েটি ভয়ে স্কুলে যেতে চায় না।

এদিকে, সড়ক অবরোধে স্থানীয় ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, গত ১৩ দিন ধরে বিক্রি কার্যত বন্ধ। এতে দোকান ভাড়া, কর্মচারী বেতনসহ মাসিক ব্যয় মেটাতে হিমশিম খেতে হবে বলে আশঙ্কা করছেন তারা। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ওএসএল ফার্মা লিমিটেড শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইমন হাসান আলী দাবি করেন, গত ২৯ অক্টোবর ঢাকা থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের ১১০০ শ্রমিকের মধ্যে প্রায় ৫০০ জনকে ছাঁটাই করা হয়েছে। তিনি বলেন, ‘এই ছাঁটাই শ্রমিকবিরোধী এবং ট্রেড ইউনিয়নবিরোধী আচরণ। শ্রম আইনে এটি অসৎ শ্রম আচরণের মধ্যে পড়ে। আগস্টের পর আন্দোলনের মুখে অপসোনিন গ্রুপের তিন কারখানায় সহস্রাধিক শ্রমিককে স্থায়ী করা হয়, তাদের অনেকেই এবার ছাঁটাইয়ের শিকার হয়েছেন।’

বরিশাল আঞ্চলিক শ্রম দফতরের সহকারী পরিচালক শেখ মো. সেলিম আহমেদ বলেন, ‘অপসোনিন দীর্ঘদিন ধরে সিরিঞ্জ উৎপাদনে লোকসান গুনছে। লাভের মুখ না দেখায় কোম্পানি শ্রম আইন অনুযায়ী শ্রমিক ছাঁটাই করেছে। তবে মানবিক দিক থেকে বিষয়টি সুখকর হয়নি। কিছু লিকেজ থাকতেই পারে, তবে তা বড় ধরনের নয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন