

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাবুগঞ্জ ও বরিশাল সদর এই দুই উপজেলার সীমানা ঘেঁষে ধুমচর খালের ওপর নির্মিত একটি পুরোনো ব্রিজ এখন মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় ছয় বছর ধরে ব্রিজটির সংস্কার না হওয়ায় আতঙ্ক নিয়েই চলাচল করছেন দুই উপজেলার মানুষ।
স্থানীয়রা জানান, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজার ও বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ধুমচর এলাকার সংযোগের এই ব্রিজটি বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ব্রিজটির সংস্কার নিয়ে দুই উপজেলার এলজিইডি (LGED) দপ্তরের মধ্যে দায়িত্ব নিয়ে চলছে দোষারোপ।
সরেজমিনে দেখা গেছে, লোহার পাতের ওপর নির্মিত প্রায় ২০০ ফুট দীর্ঘ ব্রিজটির অবস্থা অত্যন্ত নাজুক। দুই পাশে নেই রেলিং, লোহার পাত ভেঙে গিয়ে ব্রিজের পাটাতন উঁচু-নিচু হয়ে গেছে। একসঙ্গে কোনো যানবাহন পার হওয়া সম্ভব নয়। যানবাহন তো দূরের কথা, মানুষও এখন পায়ে হেঁটে পার হতে ভয় পাচ্ছে।
স্থানীয় বাসিন্দা রিয়াজ বেপারি বলেন, “দুই উপজেলার মানুষ এই ব্রিজের ওপর নির্ভরশীল। মাঝপথে রড উঠে গর্ত হয়ে গেছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
আমিরগঞ্জ বাজারের ব্যবসায়ী কাদের জানান, “প্রায় ছয় বছর ধরে ব্রিজটির এই অবস্থা। অসংখ্য থ্রিহুইলার ও মোটরসাইকেল নিচে পড়ে দুর্ঘটনা ঘটেছে।”
চাঁদপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী বলেন, “ব্রিজের ওপর যখন যানবাহন ওঠে, তখন পাশ দিয়ে হাঁটার কোনো জায়গা থাকে না।”
বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এমামুল হক আলীম বলেন, “ধুমচর খালের ওপর নতুন একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা এলজিইডির কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন