বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে পুরোনো সেতু ভাঙনের মুখে, শঙ্কিত এলাকাবাসী

সানাউল্লাহ রেজা শাদ, বরিশাল
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
উজিরপুরে ৬৪ বছরের পুরোনো একটি সেতু এখন ভাঙনের মুখে। ছবি: এনপিবি
expand
উজিরপুরে ৬৪ বছরের পুরোনো একটি সেতু এখন ভাঙনের মুখে। ছবি: এনপিবি

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজার এলাকায় ৬৪ বছরের পুরোনো একটি সেতু এখন ভাঙনের মুখে।

তিনটি গার্ডারের মধ্যে দুটিতে ফাটল দেখা দেওয়ায় সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অস্থায়ীভাবে বালুর বস্তা দিয়ে সেতুটি টিকিয়ে রাখার চেষ্টা করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), তবে স্থানীয়দের দাবি এটি কোনো স্থায়ী সমাধান নয়, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, বরিশাল হয়ে বাগেরহাট ও খুলনার পথে এটি একমাত্র সেতু। সেতুটি সম্পূর্ণ ভেঙে গেলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা অমল পাল বলেন, আমার বয়স এখন ৬৪, সেতুটিরও বয়স প্রায় সমান। আমার বাবা ছিলেন এই সেতুর সহকারী ঠিকাদার, মূল ঠিকাদার ছিলেন বরিশালের ছেন্টু মিয়া। এখন সেতুটি নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। প্রতিদিন শত শত গাড়ি ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করে।

বামরাইল বাজারের ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, “দুই সপ্তাহ আগে সড়ক বিভাগের কর্মকর্তারা এসে প্রায় ৩৫-৪০ জন শ্রমিক নিয়ে সেতুর নিচে বালুর বস্তা দিয়েছেন। কিন্তু এতে কোনো স্থায়ী সমাধান হবে না। দ্রুত সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণ না করলে যেকোনো সময় এটি ধসে পড়তে পারে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের বরিশাল নির্বাহী প্রকৌশলী নাসমুল হাসান বলেন, প্রাথমিকভাবে সেতুটি যাতে ভেঙে না পড়ে, সে জন্য বালুর বস্তা দিয়ে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জানি, এটি টেকসই সমাধান নয়। বর্তমানে সেতুটি নিয়ে স্টাডি চলছে। স্টাডি শেষ হলে প্রকল্প পাঠানো হবে এবং অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

স্থানীয়দের দাবি, বিলম্ব না করে দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা প্রয়োজন। তারা সতর্ক করে বলেন, দেরি হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা সমগ্র দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন