রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকু‌রে ট্রাক্টর, চাল‌কের মৃত্যু

কু‌ড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
চাল‌কের মৃত্যু
expand
চাল‌কের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটিবোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক জাকির হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপু‌রে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ডিপেরহাট এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত জা‌কির উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শনিবার দুপুরের দিকে মাটি বোঝাই একটি ট্রাক্টর ডিপেরহাট-সড়ককাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় পুকুরের গ‌র্তে পড়ে চালক জাকির হোসেন ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X