রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের ২৪ ঘন্টার আল্টিমেটাম 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
expand
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের বিপ্লবী শরিফ ওসমান হাদীর খুনীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদীর দাফন শেষে শাহবাগে এক সমাবেশে এ আল্টিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদীকে শুধু এক ব্যক্তি খুন করেনি। এর পেছনে বড়ো একটা চক্র জড়িত। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদীর খুনীদের গ্রেফতার করতে হবে।

জাবের সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে খুনীদের সাথে কোন সুশীলতা নাই। যখন খুনীদের কথা বলা হয় তখন আপনারা পেঁয়াজের আলাপ দেন, ফাইজলামি করেন মানুষের সাথে। জুলাই আপনাদের কী শিখিয়ে গেছে?

তিনি বলেন, সামনে নির্বাচন রয়েছে। নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায়, নির্বাচন যাতে না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে এজন্য নানা ষড়যন্ত্র চলছে। এই মুহুর্তে তারা যদি বাংলাদেশের কোন রাজনৈতিক নেতাকেও মারে, এ ধরনের ইম্প্যাক্ট তৈরী হবে না। কারণ জনগণ তাদের বিশ্বাস করে না।

ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, একমাত্র শরিফ ওসমান হাদী টিকে ছিলো জনতার কন্ঠস্বর হয়ে, বাংলাদেশ সার্বভৌমত্বের প্রতীক হয়ে। তাকে মারা গেলে আওয়ামী লীগকে তাড়াতাড়ি ফেরানো যাবে। এজন্য তাকে খুন করা হয়েছে।ওসমান হাদীর লড়াইকে আমরা চালিয়ে নিয়ে যাবো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X