রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ১২ অক্টোবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
গৌরনদীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন ইউএনও রিফাত আরা মৌরি
expand
গৌরনদীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন ইউএনও রিফাত আরা মৌরি

জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী ১২ অক্টোবর। এ কার্যক্রম চলবে টানা ১৮ দিন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফও সহযোগিতায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহতা জানাব সালেহীন সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) ফিরোজ আলম।

সভায় জানানো হয়, কর্মসূচির প্রথম ১০ দিন স্কুলভিত্তিক ক্যাম্পে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপরের ৮ দিন স্কুলে না যাওয়া শিশুদের ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে।

স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকদের সহায়তায় এবার গৌরনদীতে শতভাগ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন