শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:১৭ এএম
নিষিদ্ধ ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে
expand
নিষিদ্ধ ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ১ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিওতে বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে ভিডিও ছড়িয়ে পরে।

ভিডিওতে দেখা যায়- কোনো এক সড়কে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছে কয়েকজন। এদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান তানিমকে স্লোগান দিতে দেখা যায়।

তিনি নিজেও ভিডিওটি নিজ টাইমলাইনে পোস্ট করেছেন। তবে ভিডিওতে দেখানো সড়কটি কোথায় তা জানা যায়নি।

এদিকে গত রাতে বরগুনা জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ ঘটায় দূর্বৃত্তরা। এরপর থেকেই কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, যেকোনো বিশৃঙ্খলা ও অপ্রিতীকর ঘটনা এড়া তৎপর রয়েছে পুলিশ। পুলিশের কয়েকটি টিম টলহ পরিচালনা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন