

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ডিবি পুলিশের একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায় বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চান্দখালী বাজার এলাকায়।
ওই সময় চান্দখালী বাজারে শংকর মালীর চায়ের দোকানের সামনে বরগুনা–বাখেরগঞ্জ পাকা সড়ক থেকে মোঃ জাহাঙ্গীর হাওলাদার (৪৪)-কে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর হাওলাদার বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের পদ্মা গ্রামের বাসিন্দা। তার পিতা মোকসেদ আলী হাওলাদার এবং মাতা মোসাম্মৎ জাহানারা বেগম।
অভিযানকালে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. একরাম হোসেন বলেন, জেলার প্রবেশমুখে ডিবির চেকপোস্ট চলাকালে ৫০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া মাদক কারবারি জিজ্ঞেসাবাদে জানায়, কক্সবাজার থেকে কিনে বরগুনায় নিয়ে যাচ্ছিল।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে জেলার বেতাগী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন