শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

তালতলী প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
তালতলী উপজেলায় প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় স্বাধীন দাশ (১৫) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছেন।
expand
তালতলী উপজেলায় প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় স্বাধীন দাশ (১৫) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছেন।

বরগুনার তালতলী উপজেলায় প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় স্বাধীন দাশ (১৫) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাত ৭ টার দিকে উপজেলার তালতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বাধীন দাশ একই এলাকার প্রদীপ দাশের ছেলে এবং তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেহেলা এলাকার এক তরুণীর সঙ্গে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিলো । সেই সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বাধীন দাশ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরাদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাধীন দাশ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তে রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X