

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক ঘণ্টার ব্যবধানে দুটি বিকট বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার পর থেকে বিকেল সাড়ে ৩টার সময়ের মধ্যে এ দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর পিলারের মধ্যবর্তী মিয়ানমারের সামান্য অভ্যন্তর থেকে দুপুরে প্রথম বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে একই দিক থেকে আরো একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে কয়েক সেকেন্ডের জন্য সীমান্ত এলাকার ভূমি কেঁপে ওঠে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমাম হোসেন ও জোবায়ের বলেন, “দুইবারই বিস্ফোরণের আওয়াজ এত জোরালো ছিল যে মনে হচ্ছিল খুব কাছাকাছি কোথাও বড় কিছু বিস্ফোরিত হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ভয়ের সৃষ্টি হয়, অনেকে নিরাপদ স্থানে চলে যান।”
চেরার মাঠ এলাকার স্থানীয় মাদরাসা শিক্ষক মোঃ আইয়ুব জানান, “বিকেল সাড়ে ৩টার বিস্ফোরণের সময় আমরা সবাই ভয় পেয়ে যাই। শব্দটি এত প্রবল ছিল যে ঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। মনে হচ্ছিল বিস্ফোরণটি ঠিক সীমান্তের পাশেই ঘটেছে।”
তবে কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, মিয়ানমারের অভ্যন্তরে বর্তমানে সক্রিয় তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ভারী অস্ত্রের ব্যবহার হতে পারে। আবার কেউ কেউ বলছেন, এটি সীমান্তের কাছে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইনের বিস্ফোরণও হতে পারে।এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কেউ বক্তব্য দেয়নি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
