

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়েছে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত কয়েক দফা প্রচন্ড গোলাগুলির শব্দ শুনেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান,সন্ধ্যার পার থেকে মিয়ানমারের অভ্যন্তরের তিনটি পয়েন্টে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি-রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম, বাইশফাড়ি ও তুমব্রু এলাকার ওপার থেকে রাতভর ভারী অস্ত্রের গুলির শব্দ ভেসো আসছে এ পারে।
স্থানীয় ইউপি সদস্য শফিক বলেন সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরের ব্যাপক সংঘর্ষ চলছে। হঠাৎ ভারী গোলার শব্দ শুনে মানুষ আতংকিত হয়ে পড়েছে।স্থানীয় দোকদার ফোরকান বলের গোলাগুলির আওয়াজ এতটাই তীব্র যে অনেকেই নিরাপত্তার কারণে ঘর থেকে বের হচ্ছেন না।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আরাকান আর্মি রাখাইনের বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে সম্প্রতি সামরিক অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে আরসা ও আরএসও-এর নিয়ন্ত্রিত কিছু এলাকা দখলে নিতে হামলা চালানো হচ্ছে। সংঘর্ষে উভয় পক্ষই গোলাবারুদ ও আধুনিক অস্ত্র ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নিয়েছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম, তুমব্রু ও বাইশফাড়ি এলাকায় বিজিবি চেকপোস্টগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় চলাচলে সর্তকতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলমান তিনটি পয়েন্ট ছাড়াও আরও কয়েকটি এলাকায় আরাকান আর্মি অতিরিক্ত সদস্য মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে। বিশেষ করে মায়উ ও বুদি ঢালি সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
রাত সাড়ে ১১ টা পযর্ন্ত বিজিবির পক্ষ কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
