

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটে নতুন বছরের বই বিতরণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও এবার কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। পূর্ববর্তী বছরগুলোতে জেলা প্রশাসনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হলেও, এ বছর সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজ নিজ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি এই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে বই বিতরণ অনুষ্ঠানের সব ধরনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই নীরব পরিবেশে শ্রেণিকক্ষের মধ্যেই বই বিতরণ কার্যক্রম চালানো হয়।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া আমির বলেন, নতুন বই পেয়ে ভালো লাগছে। খুব খুশি হয়েছি, মন দিয়ে লেখাপড়া করবো। একই শ্রেণির ছাত্রী জান্নাতুল ইসলাম জিম বলেন, নতুন বই পেয়ে খুব আনন্দিত হয়েছি। নতুন বছরে ভালোভাবে লেখাপড়া করবো।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা : শহিদুল ইসলাম বলেন, বই বিতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। জেলা প্রশাসক মহোদয় বই উদ্বোধনের সময়ও দিয়েছিলেন। সেই অনুযায়ী ব্যানার ও মাঠ প্রস্তুত ছিল। কিন্তু দেশের জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত হওয়ায় সব অনুষ্ঠান বাতিল করা হয়। তবে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে শ্রেণিকক্ষে বই বিতরণ করা হয়েছে তিনি আর বলেন এই বছর আমার ৩য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বই দিয়েছি ১৩৫৩ শিক্ষার্থীকে আমার মোট শিক্ষার্থী রয়েছে ১৫৪২ জন।
মন্তব্য করুন

