

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে নাফ নদী থেকে প্রায় ৬ লাখ পিস ইয়াবা সহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬টি অভিযানে ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।
গত রোববার (২৩ নভেম্বর) গভীররাতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মিয়ানমার থেকে দুইজনকে সাঁতরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে নদী থেকে দুইটি পলিথিন ব্যাগ উদ্ধার করে তাতে ৫৭,৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদী থেকে আরও ১,৫০,০০০ পিস ইয়াবা ও একজন পাচারকারীকে আটক করে বিজিবি। নৌকায় থাকা বাকি তিনজন পালিয়ে যায়।এ ব্যাপারে টেকনাফ বিজিবির
অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদক ও মানব পাচার দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে।
মন্তব্য করুন