মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ককটেল-পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুসহ যুবদল নেতা আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
মো. মাসুদ আল রানা
expand
মো. মাসুদ আল রানা

যশোরে ৭টি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য কাঁচের বোতল ও ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মো. মাসুদ আল রানাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আটক রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে এবং পৌর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান খাঁন জানান, ভোরে গোপন সূত্রে খবর আসে রানার বাড়িতে বিস্ফোরক ও অস্ত্র মজুত রয়েছে। সংবাদ পেয়ে সকাল ৬টার দিকে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান এবং রানাকে আটক করেন।

পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব বিস্ফোরক ও অস্ত্র মাসুদ আল রানার কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই আনিছুর।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আটক রানার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন