মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম
জিয়ানগরে রিপোর্টার্স ইউনিটিতে নবাগত ইউএনওকে নিয়ে মতবিনিময় সভা। ছবি: এনপিবি
expand
জিয়ানগরে রিপোর্টার্স ইউনিটিতে নবাগত ইউএনওকে নিয়ে মতবিনিময় সভা। ছবি: এনপিবি

পিরোজপুরের জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমানকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৭টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহিদ।

সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়ালিউর রহমান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য এইচ. এম. ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, উপজেলা জামায়াতের সেক্রেটারি তাওহীদুল ইসলাম রাতুল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. ইউনুস প্রমুখ।

পরবর্তীতে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ইন্দুরকানী প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন