

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একটি কেন্দ্রে ভোট চুরি করা মানে কমপক্ষে দু’শ বাড়িতে ডাকাতি করার সমান অপরাধ বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।
সোমবার বিকালে তার নির্বাচনি এলাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে চায়ের আড্ডায় এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, অতীতের দু’টি নির্বাচনে ভোট চুরি দেখেছি। কিন্তু আমি পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, কখনোই ভোট চুরির কথা ভাবিনি। আমার কাছে মনে হয়, একটি কেন্দ্রে যদি ভোট চুরি করা হয়, সেটি ২০০ বাড়িতে ডাকাতির সমান অপরাধ।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। যারা দলের মনোনয়ন চেয়ে পাননি, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছি। আমি চাই বিএনপিকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে জয়ী হতে। তারাও ধানের শীষের পক্ষে মাঠে কাজ করছে।
নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদেরও সঠিক তথ্যের ওপর ভিত্তিতে করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান অধ্যাপক শাহজাহান মিঞা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব তসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সদস্য নাহিদুজ্জামান সুমন প্রমুখ।
মন্তব্য করুন