

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (সোমবার) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভার শুরুতেই জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জেলার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
সাংবাদিকবৃন্দ জেলার সামগ্রিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও উদাহরণ সৃষ্টিকারী হয়, সেই প্রত্যাশা, সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে স্বচ্ছতার সাথে ও সঠিক দামে ধান ক্রয় নিশ্চিত করা।
পূর্ববর্তী মৌসুমে জীবননগর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহে ব্যাপক অনিয়মের সিন্ডিকেট ভাঙার দাবি জানানো হয়, চুয়াডাঙ্গা শহরের যানজট কমাতে এবং রোগীদের সুবিধার জন্য সদর হাসপাতালের সড়কটি একমুখী করার দাবি, চুয়াডাঙ্গা জেলায় প্রবেশের মুখে একটি ওয়েলকাম গেট স্থাপন এবং চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ, অনলাইন জুয়া ও মাদকের উপদ্রব বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণ, শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা হ্রাস করা।
সাংবাদিকদের বক্তব্য শোনার পর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গার উন্নয়নে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমস্যা সমাধানে একাধিক প্রতিশ্রুতি দেন। চুয়াডাঙ্গা জেলার একমাত্র নদী মাথাভাঙ্গাকে দখল ও দূষণ থেকে বাঁচাতে সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তীতে কেউ নদী দূষণ ও দখল করলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
জনগণের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের যাতে দুর্ভোগ না হয়, সে ব্যাপারে বিশেষ নজর রাখা হবে, ধান চাল সংগ্রহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, চুয়াডাঙ্গার বড় বাজার চত্বর দখলমুক্ত করা হবে এবং যানজট নিরসন করা হবে। একই সাথে কোচিং সেন্টার বাণিজ্য বন্ধ করার ঘোষণা দেন।
নবাগত জেলা প্রশাসক আরও বলেন, "চুয়াডাঙ্গার যেকোনো উন্নয়নমূলক কাজ দায়িত্বের সাথে করতে হবে সকলকে। চলমান প্রকল্পগুলো সম্পন্ন করা হবে। সবার সহযোগীতায় নতুনভাবে চুয়াডাঙ্গা গড়তে চাই।" তিনি সকলের পাশে থেকে সাহস জোগানোর আহ্বান জানিয়ে বলেন, "একটা একটা করে চুয়াডাঙ্গার সব সমস্যার সমাধান হবে।"
সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ , চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল-আমীন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক মফিজ জোয়ার্দ্দার, রিফাত রহমান, রেজাউল করিম লিটন, হুছাইন মালিক এবং মেহেরাব্বিন সানভিসহ চুয়াডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মন্তব্য করুন