

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নওয়াপাড়া বাজারের মেসার্স বঙ্গ ট্রেডার্স নামের একটি সারের প্রতিষ্ঠান থেকে আড়াই কোটি টাকার সার চুরির ঘটনায় প্রতিষ্ঠানেরই তিন কর্মীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরি করা সারের বিক্রয় থেকে পাওয়া ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন—চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বরুলিয়া গ্রামের মনোতোষ মজুমদারের ছেলে সুমন মজুমদার (৩৫), চট্টগ্রামের খুলশী থানার টাইগারপাস রেলওয়ে কলোনির দুলাল দাসের ছেলে বাবুল দাস (৩৬) এবং নারায়ণগঞ্জ বন্দর থানার উইলসন রোডের মাসুম বিল্লাহ (৪২)।
ডিবি পুলিশ জানায়, নওয়াপাড়া নৌবন্দরের বিভিন্ন ঘাট থেকে আমদানি করা সার বিএডিসির বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে বঙ্গ ট্রেডার্স। গত ১০ নভেম্বর সন্ধ্যায় সাতটি ট্রাকে করে ৪ হাজার ৮৪০ বস্তা সার রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিএডিসি গোডাউনে পাঠানোর কথা ছিল। এসব সারের বাজারমূল্য ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা।
ঘটনার ছয় দিন পর ১৬ ও ১৭ নভেম্বর প্রতিষ্ঠানটির দুই কর্মী—বাবুল দাস ও পবিত্র কুমার কুণ্ডু—আকিজ রিসোর্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ই-মেইল পাঠিয়ে দাবি করেন, সাত ট্রাকের সব সার ‘চুরি হয়ে গেছে’। একই সঙ্গে তারা আরও ২ হাজার ৪৪০ বস্তা সার ছাড় করানোর অনুমোদন চান। এতে সন্দেহ হলে কোম্পানির কর্মকর্তারা তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন; কিন্তু তারা অসংলগ্ন বক্তব্য দিতে থাকেন।
পরে আকিজ রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপক থানায় মামলা করেন। মামলার তদন্তভার পায় যশোর ডিবি পুলিশ।
ডিবি জানায়, ২৩ নভেম্বর রাতে বঙ্গ ট্রেডার্স অফিসে অভিযান চালিয়ে তিন কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ট্রাকচালকদের সঙ্গে যোগসাজশে সারের বস্তাগুলো অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়। তাদের সহযোগিতায়ই মালামাল ঘাট থেকে বেরিয়ে যায়।
অভিযানের সময় আসামি বাবুল দাসের ব্যক্তিগত টেবিলের ড্রয়ার থেকে ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থ চুরি করা সারের বিক্রয়লব্ধ বলে ডিবি পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশ বলছে, ঘটনায় আরও লোক জড়িত থাকতে পারে। পুরো ঘটনার উৎস ও সারের বস্তাগুলো কোথায় নেওয়া হয়েছে, তা অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন