

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা সহ এক ভুয়া নৌবাহিনীর সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত হলো নেত্রকোণা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে সাফায়েত উল্লাহ। আটককৃত ব্যক্তিকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তল্লাশি জোরদারের সময় একটি সন্দেহজনক বাস থামিয়ে যাত্রী মো. সাফায়েত উল্লাহকে (২৭) জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরে তার ব্যাগ তল্লাশিতে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, আইডি কার্ড কভার এবং বিশেষভাবে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। তিনি আরো বলেন
সীমান্ত নিরাপত্তা, মা'দ'ক'দ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অ'প'রাধ দমনে রামু ব্যাটালিয়ন সর্বদা সতর্ক রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে কেউই চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন