

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে তারকাঁটার বেড়া কাটার সময় চিহ্নিত চোরাকারবারী লাভলু হোসেন (৪০)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এই ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে আটক লাভলুকে পুলিশে সোপর্দ করে বিজিবি।
এর আগে রোববার দিনগত মধ্যরাতে উপজেলার দোলাপাড়া সীমান্ত থেকে তাকে আটক করে তিস্তা ৬১-বিজিবি ব্যাটালিয়ন-২ এর সদস্যরা।
আটক চোরাকারবারী লাভলু উপজেলার বড়খাতা ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার রাতে দোলাপাড়া সীমান্তে টহল দেয় বিজিবি সদস্যরা। ভারতীয় গরু পাচার করতে তারকাঁটার বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করে চোরাকারবারী লাভলু হোসেন। এ সময় টহলে থাকা বিজিবি সদস্যরা হাতেনাতে তাকে আটক করে। বেড়া কাটার যন্ত্র প্লাস (লোহার তার কাটার যন্ত্র) ও মোবাইল ফোন জব্দ করে বিজিবি। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে আটক লাভলুকে পুলিশে সোপর্দ করে বিজিবি।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী এনপিবি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন