

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলার ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ফয়েজের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুলে লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়। নিহত ফয়েজের পিতা আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা (মামলা নম্বর–১, তারিখ: ১/০৭/২০২৫) দায়ের করলে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।
উত্তোলন কার্যক্রমে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত ফয়েজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় রাস্তা পারাপারের সময় গুলিতে নিহত হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। নিহতের ফয়েজের স্বজনরা বলেন আমারা ফয়েজ হত্যার বিচার চাই ।যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মুলক বিচার চাই ।আল্লাহ ফয়েজকে জান্নাত বাসী করুক ।
লাশ উত্তোলনের দায়িত্বে থাকা রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন নারায়ণগঞ্জ কোর্টের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন