মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে পক্ষের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ
expand
সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আরও ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের কালু গোষ্ঠীর সাথে একই এলাকার ধন মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে জমিজমা ও গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

এই বিরোধের জের ধরে আজ বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র–শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে টেটাবিদ্ধ হয়ে ধন মিয়া পক্ষের বৃদ্ধ আরফোজ আলী ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনায় আহত ফারুক মিয়া ও তার স্ত্রী নাসিমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, জায়গা-জমি ও গ্রাম্য আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে কালু গোষ্ঠী ও ধন মিয়া গোষ্ঠীর সাথে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ প্রাণ হারান। আহত অবস্থায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন