মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপাড়া পাথরখনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম
মধ্যপাড়া কঠিনশীলা খনি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ
expand
মধ্যপাড়া কঠিনশীলা খনি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশীলা খনি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার রাতে এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। প্রাথমিকভাবে খনি বন্ধের কারণ হিসেবে দূর্ঘটনা আতংক কে দায়ী করা হয়েছে।

জানা গেছে, পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশীলা খনি।

ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি'র) অধীনে ভূ-গর্ভ হতে প্রতিদিন তিন শিফটে এখানে পাথর উত্তোলনের কাজ করেন শ্রমিকরা। এতে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার মেট্রিক টন পাথর উৎপাদন করে খনিটি।

গত শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেপে ওঠে পুরো দেশ। একই দিনে পর পর কয়েকবার ভূমিকম্পের ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আতংক ছড়িয়ে পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে পেট্রোবাংলার নির্দেশে রোববার বিকাল ৩টায় শুরু হওয়া শিফট চলাকালে রাত ১০টার পর খনি কর্তৃপক্ষ কয়েক দিনের জন্য সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে।

তবে, খনি চালু হতে ৩/৪ দিন সময় লাগতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এ সময়ের মধ্যে খনির ভূ-অভ্যন্তরের অবকাঠামো, ভূমিকম্পে দূর্ঘটনার আশংকা আছে কি না? তা পর্যবেক্ষন করা হবে বলেও জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, কোন প্রকার অপৃতিকর পরিস্থিত বা দীর্ঘটনা এড়াতে খনি বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে, কয়েক দিনের মধ্যে খনির উৎপাদন আবারও শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন