

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাংলাদেশে এসে নাম পাল্টে তরুণীকে বিয়ে করেছেন চীনের সিচুয়ান প্রদেশের লি ইয়ং (৩৮)। বর্তমানে তার নাম রাখা হয়েছে আবদুল্লাহ।
এ ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামের তরুণী জেসিকা (২৫)-এর জীবনে। সম্প্রতি লি ইয়ং ওই তরুণীর বাড়িতে সুদূর চীন থেকে ছুটে আসেন।
এরপর জেসিকা ও লি ইয়ং বিয়ে বন্ধনে আবদ্ধ হন। গতকাল শনিবার (২২ নভেম্বর) এ বিয়ের খবর ছড়িয়ে পড়লে দিনভর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জেসিকার পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে একটি চায়নিজ সিনেমার নিচে মন্তব্য করার সূত্র ধরে লি ইয়ং-এর সঙ্গে জেসিকার পরিচয় হয়।
এরপর থেকে নিয়মিত মেসেঞ্জারে কথোপকথনের মাধ্যমে দুই দেশের ভৌগোলিক দূরত্ব কমে আসে। ছয় থেকে সাত মাসের মধ্যেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেন।
গত ১৪ নভেম্বর চীন থেকে তরুণীর বাড়িতে ছুটে আসেন লি ইয়ং। ওইদিনই পারিবারিক সম্মতিতে স্থানীয় কাজী অফিসে জেসিকার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়।
আনুষ্ঠানিক অনুষ্ঠান ছাড়াই এ বিয়ে হয়। এরপর থেকে চীনের যুবক শ্বশুর বাড়িতেই অবস্থান করছেন এবং এখানকার আবহাওয়া, সংস্কৃতি ও পারিবারিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন।
চীন থেকে বাংলাদেশে এসে ভালোবাসার সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা লি ইয়ং এখন পরিচিত ‘আব্দুল্লাহ’ নামে।
বিয়ে প্রসঙ্গে জেসিকা বলেন, “আমরা প্রথম থেকেই একে অপরকে বুঝতে পেরেছিলাম। সেই বিশ্বাসই আমাদের সম্পর্ককে বাস্তবে রূপ দিয়েছে।”
মন্তব্য করুন