মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা অফিস
expand
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা অফিস

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ নভেম্বর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার পিটিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ব্যাংকটির সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে।

বিপ্লব দাস নামে ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। পরে আর কিছু টের পাইনি। সকালে উঠে দেখি, অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।’

সরেজমিনে পিটিআই সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চলিক শাখায় গিয়ে দেখা যায়, চারতলা ভবনের নিচতলায় অফিস। একই সড়কের কিছু দূরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি। গ্রামীণ ব্যাংকের অফিসের গ্রিলে টাঙানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ আছে। তবে আগুন দেওয়ার বিষয়ে বাড়ির মালিক ও ভাড়াটেরা কেউ কিছু দেখেননি বলে জানান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। শুধু সাইনবোর্ডে পোড়া চিহ্ন আছে। কেউ কিছুই বলতে পারেননি। তবে ধারণা করছি রাতে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের আঁচ সাইনবোর্ডে লেগেছে। আগুন কেউ দেখেননি। কেউ নেভাননি। তবে এ বিষয়ে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রল জব্দ করে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন