রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ আটক ১  

উখিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
টেকনাফে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ আটক ১  
expand
টেকনাফে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ আটক ১  

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে এক লাখ ইয়াবাসহ হোসেন আহাম্মদ (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া নৌকা ঘাট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার বাসিন্দা নুর আহমদের ছেলে হোসেন আহাম্মদ।টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে গভীর সাগরপথে বড় একটি মাদক চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র‌্যাব যৌথভাবে কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেয়।ভোরের দিকে একটি নৌযান কচ্ছপিয়া ঘাটের কাছাকাছি আসলে মাদক পাচারকারীরা পানিতে নেমে ইয়াবা হস্তান্তরের চেষ্টা করে। এ সময় যৌথ টহলদল ধাওয়া দিয়ে এক লাখ পিস ইয়াবাসহ হোসেন আহাম্মদকে আটক করতে সক্ষম হয়। তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী উত্তাল গভীর সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হোসেন আহাম্মদ জানান, তিনি দীর্ঘদিন ধরে সংগঠিত মাদক চক্রের অংশ হিসেবে মিয়ানমারে অবস্থানরত সরবরাহকারীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে আসছিলেন।

তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, পালিয়ে যাওয়া পাচারকারীদেরও শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে।লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,বিজিবি ও র‌্যাবের এই সফল অভিযান প্রমাণ করে যে মাদকের ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করতে আমরা সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান ঠেকাতে অভিযান আরও জোরদার করা হবে।”উদ্ধারকৃত এক লাখ ইয়াবা ট্যাবলেট এবং আটক হোসেন আহাম্মদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন