রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মালামালসহ আটক ২

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
বিজিবির অভিযান জব্দ মালামাল
expand
বিজিবির অভিযান জব্দ মালামাল

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তঘেঁষা এলাকাগুলোতে পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। ২২ ও ২৩ নভেম্বর পরিচালিত অভিযানে জব্দ হওয়া পণ্যের আনুমানিক মূল্য ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

২৫ বিজিবি জানায়, ২৩ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় ধর্মঘর বিওপির টহল দল চোরাকারবারিদের ধাওয়া করে। পালানোর সময় তারা হাতে থাকা কার্টুন ফেলে যায়। ওই কার্টুন থেকে ২৩২টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে ও ১৯টি ব্যাক কভার জব্দ করা হয়। এসব মালামালের মূল্য প্রায় ৭১ লাখ ৯২ হাজার টাকা।

এর আগে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযানে ৬৬১ কেজি ভারতীয় নতুন আলু এবং ৫টি উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা।

অন্যদিকে ২২ নভেম্বর বিকেলে বিজয়নগরের চন্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপভ্যান তল্লাশি করে ৫ হাজার ২৩৭ কেজি ভারতীয় নতুন আলু এবং পিকআপসহ দুইজনকে আটক করে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মারুফ আহমেদ (১৯), গোয়াইনঘাট, সিলেট। মো. জীবন হক (২৪), গাজীপুর

জব্দকৃত আলু, পিকআপ এবং আটক আসামিদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন