

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় তল্লাশির সময় মাদক ও ছুরিসহ এক যুবককে আটক করার পর তাঁকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাত পর্যন্ত শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধর্মপুর এলাকার ইমরান হোসেন ওরফে ইমু ওরফে ইমন (২৮), সিয়াম (১৯), পারভেজ (৩০), আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫), আব্দুর রহমান (৩৮), মাহফুজ (২৪), চামেলী (২৮), রুজিনা বেগম (৩০), পাখি বেগম (৩২), সুমি আক্তার (১৮) এবং বলরামপুর এলাকার মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ধর্মপুর রেলগেট এলাকায় তল্লাশির সময় মাদকসহ রবিন নামে এক যুবককে আটক করলে পুলিশের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে রবিনের সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড়ে পালিয়ে যায়। হামলায় পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায় এবং যানটি আরও ক্ষতিগ্রস্ত হয়। পরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে শহরের ধর্মপুর রেলগেট এলাকায় কোতোয়ালি মডেল থানা–পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় গাঁজা ও ছুরিসহ রবিন (৩০) নামে ওই যুবককে আটক করা হয়। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধে তাঁর বিরুদ্ধে ১০টি মামলা চলছে।
এ বষিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা এবং পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন