রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হোটেল থেকে ৩ নারী যৌনকর্মীসহ আটক ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
৩ নারী যৌনকর্মী
expand
৩ নারী যৌনকর্মী

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারী যৌন কর্মী সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকার 'ফ্রেশ ভাটেরচর গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্টে' অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তমা আক্তার (২৮), জামালপুরের সাথী আক্তার (২০), পটুয়াখালীর শামীমা আক্তার (২২), গজারিয়ার বর্ষা (১৮) ও সুমন মিয়া (২৫)।

স্থানীয়রা জানায়, এই বাড়িটির মালিক স্থানীয় রাসেল মিয়া। তবে বেশ কয়েক মাস আগে নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে আবাসিক হোটেলের ব্যবসা শুরু করেন। হোটেলটিতে নিয়মিত সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াত করতে দেখা যেত।

বিশেষ করে রাতের বেলায় ছেলে-মেয়েদের অবাধ বিচরণ লক্ষ্য করা যেত এই হোটেলে। আবাসিক হোটেলের আড়ালে এখানে দেহ ব্যবসা হয় এটা নিশ্চিত হয়ে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী এবং পুলিশকে বিষয়টি জানান। পরে রবিবার দুপুরে কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে প্রবেশ করলে হাতেনাতে ৩ নারী যৌনকর্মী ও এক প্রেমিক-প্রেমিকা যুগলকে ধরে ফেলেন।

এদিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে হোটেল পরিচালনাকারীরা ভবনটির প্রধান ফটকে তালা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের উদ্ধার করে। পরে ৩ নারী যৌনকর্মীসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, দিনের বেলা এই হোটেলটিতে তেমন কারো আনাগোনা আমরা দেখতাম না। আমরা ভাবতাম লোকজন না আসলে হোটেল কিভাবে চলে? কিন্তু পরে বুঝতে পারলাম এখানে যৌনকর্মী এনে দেহ ব্যবসা করা হয়। এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের বিচার চাই।'

স্থানীয় বাসিন্দা মাওলানা আল আমিন বলেন, গজারিয়ার মাটিতে এই অপকর্মের বীজ যারা রোপন করেছে তাদের বিরুদ্ধে আলেম-ওলামা একজোট হয়ে ব্যবস্থা নিবে। এই ধরনের অপকর্ম গজারিয়ার মাটিতে আমরা মেনে নিব না।'

এ বিষয়ে অভিযুক্ত বাড়ি মালিক রাসেল মিয়ার বক্তব্য জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, 'স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা এই হোটেলটিতে অভিযান পরিচালনা করি। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে আটক করা করা হয়েছে। এদের মধ্যে তিনজন পেশাদার যৌনকর্মী আর বাকি দুজন প্রেমিক-প্রেমিকা। দণ্ডবিধির ২৯০ ধারায় আটক দেখিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে'।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন