

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর সঙ্গে ইসলাম ধর্মের মূল্যবোধ যুক্ত করাই তাদের লক্ষ্য।
তাঁর মতে, রাজনীতি, সমাজ, কূটনীতি কিংবা বিশ্লেষণ- যে ক্ষেত্রেই হোক, ধর্মীয় চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সমাজ দুর্বল হয়ে পড়ে এবং বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত ইমাম–খতিব সম্মেলনে তিনি এই বক্তব্য দেন।
অনুষ্ঠানটির আয়োজন করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, কুমিল্লা জেলা ও মহানগর শাখা।
তিনি বলেন, গণতন্ত্র হোক বা রাজতন্ত্র- যে রাষ্ট্রব্যবস্থাই থাকুক না কেন, যদি সে ব্যবস্থা ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বাইরে পরিচালিত হয়, তবে সমাজে নির্মমতা ও বর্বরতার প্রবণতা বাড়তে পারে।
ধর্ম উপদেষ্টা আরও জানান, দেশের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং খাদেমদের সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এজন্য তিনি দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে অনুরোধ করেন- ধর্মীয় কর্মীদের জাতীয় বেতন কাঠামোর আওতায় এনে সম্মানজনক বেতন ও উৎসব ভাতা নিশ্চিত করতে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অংশ নেন।
মন্তব্য করুন
